#uran
আমেরিকা ও ইরানের দ্বন্দ্বে দীর্ঘদিন থেকেই উত্তাল হয়ে আছে মধ্যপ্রাচ্য। এ বছরের শুরুতেই হোয়াইট হাউসের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যা এবং জবাবে ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা সে উত্তেজনাকে চরম মাত্রায় নিয়ে গেছে।
ইরানের খনিজ সম্পদ নিয়ন্ত্রণ, দেশটির উপর আমেরিকার প্রভাব বিস্তারের চেষ্টা, পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যে উভয় রাষ্ট্রের প্রভাব বিস্তারের আগ্রহ থাকায় দেশ দুটির মধ্যে গত অন্তত পাঁচ দশক ধরে চলা দ্বন্দ্ব বিশ্বব্যাপী আলোচনা ও ভাবনার বিষয়।
আমেরিকা-ইরানের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের ক্রমধারা নিচে তুলে ধরা হলো:
#uran #israel #iran_israel_conflict